Monday, November 6, 2017

Rema Kalenga Wildlife Sanctuary| Reserve Forest |Sylhet | রেমা কালেঙ্গা বন্য প্রানী অভয়ারন্য | সিলেট

Rema-Kalenga Wildlife Sanctuary is a protected forest and wildlife sanctuary in Bangladesh. This is a dry and evergreen forest .[1] It is located in the Chunarughat of Habiganj district. Rema-Kalenga Wildlife Sanctuary was established in 1982 and later expanded in 1996. Currently the wildlife sanctuary expands on an area of 1795.54 hectares as of 2009. This is one of the natural forests in Bangladesh that are still in good condition. However, indiscriminate theft of trees & deforestation pose threat on the sanctuary.

Rema Kalenga Wildlife Sanctuary is a reserved forest lies at the border of Bangladesh-India. There are some local inhabitants living inside the forest dispersedly. A Tipra (Tripura) tribal village is near at the border. This forest is rich with flora & fauna and a hideout for a number of rare animals of Bangladesh. It is also a great place for forest trekkers.



Rema Kalenga Wildlife Sanctuary was established in 1982. It’s extensive to an area of 1795.54 hectares. This reserve forest is formed with the combination of two forest bits. One is known as Rema, another known as Kalenga Forest Bit. You may visit both or either one of the bits.



Location and area



Rema-Kalenga Wildlife Sanctuary is located in Chunarughat upazila of Habiganj. It is in very near ot Srimangal of Moulvibazar district and adjacent to the Tripura border of India. The wildlife sanctuary is about 130 kilometers north-east of the capital Dhaka. It comprises four bits of Kalenga Forest Range of Habiganj District namely: Kalenga, Rema, Chanbari and Rashidpur.









রেমা-কালেঙ্গা:

বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক পাহাড়ি বনাঞ্চল রেমা-কালেঙ্গা। সুন্দরবনের পরে দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক এই বন ঢাকা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত।



প্রায় ১৭৯৫ হেক্টর আয়তনের এ বনভূমি বিস্তার লাভ করতে শুরু করে ১৯৪০ সালের দিকে। তবে রেমা কালেঙ্গা অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পায় ১৯৮২ সালে। ১৯৯৬ সালে এ বনের সম্প্রসারণ করা হয়। বনবিভাগের কালেঙ্গা রেঞ্জের চারটি বিটের (কালেঙ্গা, রেমা, ছনবাড়ী আর রশিদপুর) মধ্যে রেমা, কালেঙ্গা আর ছনবাড়ী বিস্তীর্ণ জঙ্গল নিয়ে রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য গঠিত। রয়েছে বেশ কয়েকটি পাহাড়-টিলা। এখানকার পাহাড়গুলোর সর্বোচ্চ উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬৭ মিটার।



রেমা-কালেঙ্গার বনে পাঁচ প্রজাতির কাঠবিড়ালীর মধ্যে বিরল প্রজাতির মালায়ন বড় কাঠবিড়ালীর একমাত্র বসবাস এ বনেই। তিন প্রজাতির বানর কুলু, রেসাস আর লজ্জাবতী’র দেখা মেলে এ অভয়ারণ্যে। এছাড়াও আছে মুখপোড়া হনুমান, চশমা হনুমান, উল্লুক, মায়া হরিণ, মেছোবাঘ, বন্যশুকর, গন্ধগোকুল, বেজি, সজারু ইত্যাদি। বনের ১৮ প্রজাতির সরীসৃপের মধ্যে উল্লেখযোগ্য হল কোবরা, দুধরাজ, দাঁড়াস, লাউডগা ইত্যাদি।

রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়াশ্রমে আছে প্রায় ১৬৭ প্রজাতির পাখি। এর মধ্যে উল্লেখযোগ্য হল- ভীমরাজ, টিয়া, হিল ময়না, লাল মাথা কুচকুচি, সিপাহি বুলবুল, বসন্তবৌরি, শকুন, মথুরা, বনমোরগ, পেঁচা, মাছরাঙ্গা, ঈগল, চিল ইত্যাদি।


No comments:

Post a Comment