Sunday, February 18, 2018

বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান - তাহিরপুর,সুনামগঞ্জ

12:17 AM
বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান - তাহিরপুর,সুনামগঞ্জ

বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান - তাহিরপুর,সুনামগঞ্জ

নদীর নাম যাদুকাটা। এর তীর ঘেঁষে ভারতীয় সীমান্ত লাগোয়া টিলাভূমি। নাম লাউরেরগড়। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ের বিশাল শিমুল বাগান হয়ে ওঠেছে পর্যটকদের নতুন আকর্ষন।



বসন্তে শিমুলের রক্তরাঙা সৌন্দর্য দেখতে দূর্গম পথ পাড়ি দিয়ে পর্যটকরা হাজির হচ্ছেন লাউড়ের গড়ে।



লাউড়েরঘর এলাকায় যাদুকাটা নদীর তীর ঘেঁষে বিস্তীর্ণ এক নান্দনিক সৌন্দর্যের বাগান। পুরো এলাকাজুড়ে টকটকে লাল শিমুল ফুল গাইছ বসন্তের জয়গান।



বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে সুনামগঞ্জ জেলা শহরে আসতে বেগ পেতে হবে না। সড়ক পথে প্রায় সবগুলো পরিবহনেরই বাস চালু আছে এখন। রেলপথে আসতে হলে প্রথমে সিলেট আসতে হবে, তারপর সিলেট থেকে মাইক্রো বা বাসে সুনামগঞ্জ।



সুনামগঞ্জ নেমে নতুন ব্রীজের গোড়াতেই মোটরবাইক পাওয়া যাবে। মোটর বাইক ছাড়া এ রাস্তায় অন্য কোনো বাহন পাওয়া যায় না তেমন। তবে রিজার্ভ করে নিলে প্রাইভেটকার বা মাইক্রো পাওয়া যায়। মোটর বাইকই নিরাপদ এবং আরামদায়ক, কারণ এই সড়কের অবস্থা খুবই খারাপ। মোটর বাইকে বারেকটিলা খেয়াঘাট (টেকেরঘাট) পর্যন্ত প্রতিজনের ভাড়া পড়বে ১০০ টাকা করে। দামাদামি করলে কিছু কমেও পাওয়া সম্ভব!



খেয়াঘাট থেকে নৌকায় যাদুকাটা পার হতে হবে, ভাড়া পড়বে জনপ্রতি ৫ টাকা। নৌকা থেকে নেমে টিলার রাস্তা ধরে কিছুটা ওপরে উঠলেই একটি ছোট বাজার। চায়ের দোকান আছে কিছু। বাজারের বাম দিকে কাঁচা রাস্তা ধরে গেলেই পৌঁছে যাবেন অপরুপ সৌন্দর্যমণ্ডিত শিমুলের বাগানে।



এখানে থাকার সুবিধা তেমন নেই বললেই চলে। তবুও একান্তই থাকতে চাইলে বড়ছড়া বাজারে একটি রেস্ট হাউজ আছে যেখানে ২০০-৪০০ টাকায় থাকা যায়। বারেক টিলা পাড় হয়েই বড়ছড়া বাজার। চাইলে টেকেরঘাট থেকে হেঁটেও আসতে পারবেন বড়ছড়া বাজারে। এছাড়াও লেকের পাশে বন্ধ হয়ে যাওয়া একটি চুনাপাথরের কারখানা আছে তার গেস্ট হাউজেও থাকতে পারবেন।

https://youtu.be/uLtz-uNRYrw

Friday, February 2, 2018

Funny Debate Talkshow-"নোয়াখালি বিভাগ চাই" Noakhali vs Barisal vs Chitta...

11:22 AM
কে সেরা? চরম হাসির বাংলা ক্যাচাল। Bangla Funny Debate Show. আঞ্চলিক ভাষায় তক্কা তক্কি. A bangla debate entertainment to present the greatness and humor with logic. The bangla funny debate will really make your day enjoyable.
আঞ্চলিক ভাষায় তক্কা তক্কি
সব চেয়ে বড় কথা আমরা বাংলাদেশীরা সেরা, আমাদের দেশে সব জেলা মিলিয়ে আমাদের দেশ সেরা।সবার দেশের থেকে

সম্প্রতি বাংলাদেশের অন্যতম ইস্যু “নোয়াখালী বিভাগ চাই” এই দাবী।
নোয়াখালী বিভাগের দাবী নিয়ে অনেক ফেসবুক ট্রল, ফানি ভিডিও বের হয়েছে।

নোয়াখালি বিভাগ চাই
The Noakhali district was created in 1821. It originally consisted of two sub-divisions, Noakhali Sadar and Feni. In 1984, Noakhali was split into three districts, Noakhali, Feni and Lakshmipur. The people of Noakhali actively took part in the Khilafat Movement in 1920
Noakhali was liberated on 7 December 1971. Towns Towns in Noakhali include the following. Maijdee Maijdee consists of 9 wards and 36 mahallas, and has a land area of 12.61 km. The town has a population of 74585 (male 51.50%, female 48.50%) with a population density of 5915 km²; its literacy rate is 60.7%. The ancient name of Noakhali Sadar was Sudharam. In 1948, when the upazila headquarters were destroyed by the erosion of the Meghna River, it was shifted 8 km to the north to its present place at Maijdi. Chaumuhani Chaumuhani consists of 9 wards.

In 1970, a devastating tornado and tidal bore took the lives of about 10 lakh people of the district. During the War of Liberation many direct and guerilla encounters were held between the Pakistan army and the independence fighters. About 70 independence fighters were killed in a direct encounter with the Pakistan army on 15 June 1971, in front of the Sonapur Ahmadia School. Noakhali was liberated on 7 December 1971. Notable locals Freedom fighters: * Mohammad Ruhul Amin Bir Shreshtho (FF) * Serajul Alam Khan (Chief of BLF and the Architact of Independent Bangladesh ) * A S M Abdur Rob (BLF) * Mostafizur Rahman (BLF) * Mahmumudur Rahman Belayet (BLF) * Khaled Mohammed Ali (BLF) * Momin Ullah B.Sc(BLF) * Shahid Shah Alam Bir Uttam Other notable people: * Raja Laksmanmanikya King of the kingdom of Bhulua * Abdul Hakim 17th century poet * Muzaffar Ahmad Secretary General of All India Comunist Party and later One of the founder of CPI(M) * Abdul Malek Ukil * Shahidullah Kaiser Author * Jahir Rayhan Author, Director * Munier Chowdhury Playwright * Motahar Hossain Chowdhury * Azim Film Actor * General Moin U Ahmed Former Army Chief of Bangladesh * BNP CHAIRPERSON BEGUM KHALEDA ZIA(FENI) * Mr. M A Hashem(Chairman of partex group) * Md Mominul Islam Baker(Baker chariman,Sonaimuri) * Mr. Morshed Khan (Chairman of Bengal group and RTV) * Mr.Kiron(chairman of Globe) * Mr. Late Abul khair(owner of Abul khair group) Places of interest * Nijhum Dip - Nijhum Dip is in the South-East Side of Noakhali. * Shahid Vulu Stedium - International Cricket Venue. * Bajra Shahi Mosque - Bajra. * Queen Lurther's Church - Sonapur. * Gandhi Ashram - Joyag, Sonaimuri. * Mangrove Forest - Mangrove Forest, Char Jabbar. News paper published from Noakhali Noakhali web Noakhali Kantha Noakhali Mail Daily Jatiyo Nishan Daily Jonotar Odhikar Weekly NoyaSangbad Saptahik Choloman Noakhali Pakkhik Loksangbad Prominent educational institutions * Medical Assistant Training Institute, Maijdee, Noakhali * Ahamadia High School, Sonapur * Brother Andre's School, Sonapur * Noakhali Zila School * Noakhali Government College * Noakhali Government Girls' College * Sonapur Degree College * Begumganj Pilot High School * Begumgonj Govt. Technical High school * Chaumuhani Govt S.A. College * Noakhali Government Girl's High School * Noakhali Science & Technology University.
We hope you all greater noakhali people like this petition and invite your friends to submit the petition and share this petition on your wall.