Tuesday, August 8, 2017

Walk in Nikli Haor sink road | Astagram, kishorgonj | নয়নাভিরাম নিকলী হাওড় অঞ্চল,অষ্টগ্রাম কিশোরগঞ্জ

Nikli Haor

It has been a long time since I made the last tour. After keeping the busyness aside, I have planned for another tour, and this time it was at the Ostogram of Kishoreganj district.It was the later part of the rainy season, so decided to explore the Haor(হাওড়) from the Ostogram(অষ্টগ্র্রাম). For your information, six of the Upazela(উপজেলা) of Kishoreganj(কিশোরগঞ্জ) hold a massive Haor(হাওড়) all together. During the rainy season you can easily move from one Haor(হাওড়) to another without interruption.
It was a massive water world around us since the boat has departed from the launch Ghat. It was only water all around, and few island like villages amid of the water. Initially there were few fishing boats were available around, but slowly their count was diminishing.I am a traveler and I always find out every bit of my traveling interesting.

After reaching at the Astagram(অষ্টগ্র্রাম), we have visited the Kutub Shah Mosque(কুতুব শাহ মসজিদ) from there and bought few snacks to enjoy on the boat. We have stayed at the Astagram(অষ্টগ্র্রাম) for an hour or more and then returned back to Kuliarchor(কুলিয়ারচর) using the same path. Anyone can take the service from those small ships as well.

What is Haor(হাওর):
Local people pronounces the word Ha(হ) as Sa(স). Along with other native language cataclysm they use to pronounce the word Shagor(সাগর) as Haor(হাওর).



মাটির উপরে জলের বসতি, জলের উপর ঢেউ...
ঢেউয়ের সাথে পবনের পিরিতি, নগরে জানেনা কেউ...
নিকলী হাওড়, কিশোরগঞ্জ"

ব্যস্ত ঢাকা শহর থেকে মাত্র তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত অপূর্ব এক জলাভুমি। বর্ষাকাল এখানে বেড়াতে আসার উপযুক্ত সময়। এখানে এসে আপনি শহরের যান্ত্রিক জীবনের সকল ক্লান্তি ও অবসাদকে ধুয়ে ফেলতে পারবেন। হ্যা, আমি কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল নিকলীর কথা বলছি। ভ্রমন পিয়াসু মানুষের জন্য নিকলী হতে পারে এক অভুতপূর্ব অভিজ্ঞতা! ঢাকা থেকে সকালে রওয়ানা হলে সারাদিন ঘুরে আবার বিকালে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করা সম্ভব। তবে রাতে থেকে রাত এবং সকালের সৌন্দর্য উপভোগ করতে না পারলে মন কিছুটা অতৃপ্তই থেকে যাবে!

বর্ষায় এই হাওরে নৌকা ভাসালে মনে হবে অকূল দরিয়া পার হতে হচ্ছে। কূল নাই কিনার নাই, শুধু অশান্ত ঊর্মিমালা ওঠানামা করছে বিরামহীনভাবে।
ঢেউয়ের ছন্দদোলায় মনে হবে রক্তলাল সূর্য একবার পানির নিচে ডুবছে, আবার ভেসে উঠছে। ভোরের আলোয় ছোট ছোট নৌকা নিয়ে হাওরের মাছ ধরছে জেলেরা, আর সেই দৃশ্য দেখে কার না ভাল লাগবে? সে এক অদ্ভুত দৃশ্য! চারদিকে শুধু পানি আর পানি, মাঝে মাঝে পানির ওপর ভাসমান গ্রাম যা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে!

কিভাবে যাবেনঃ
ঢাকার সায়েদাবাদ থেকে নিকলীর সরাসরি বাস আছে। আবার সায়েদাবাদ থেকে কিশোরগঞ্জের বাসে গিয়ে কালিয়াচাপরা সুগার মিল এলাকা থেকে টেম্পুতে/সিএনজিতে নিকলী হাওরের সামনেই নামা যাবে। সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা।

No comments:

Post a Comment