Monday, August 28, 2017

Double Falls (Tlabong) | Jinsiam Saitar | Bandarban | Bangladesh | ডাবল ফলস (ত্লাবং ) | জিংসিয়াম সাইতার | বান্দরবন | বাংলাদেশ

Tlubong is the starting point of the Remakri canal. The two streams Prangsha (left) and Pangkhiang (right) forms two beautiful waterfalls falling side by side, creating one of the very few double falls in the hill tracts of Bangladesh.

How to go:

The most convinient way is to go from Sungsang para – Tlubong is situated only about 2.5km south-east of this Bawm village. Take a guide or ask for directions from Sungsang.

Sungsang is only 1-2 hours away from Keokradong. Go to Passing para from Keokradong, and ask for directions. There is only one trail leading to Sungsang from Passing and there’s no way you will get lost.

Where to stay:

Lodging facility for tourists/trekkers are available in Boga Lake, Keokradong and Passing para, but at Sungsang you’ll need to stay at tribal houses, which itself will be an interesting experience.

Tips/advise for traveler:

Monsoon is the best time to visit, to see the falls in its full force – but the trail will be infested to leeches and crossing the stream will be hard.






ত্লাবং ঝর্ণা বা ডাবল ফলস বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত জলপ্রপাত যা দ্বৈত ঝর্ণা কিংবা জোড়া বা ক্লিবুং খাম নামেও পরিচিত। পাথুরে খাল রেমাক্রির উৎপত্তি এই ঝরনা থেকেই। ত্লাবং ” একটি বম শব্দ। এর অর্থ “পানি ধরে রাখার বেসিন বা গর্ত” ।
দুটি পানির প্রবাহ প্রানশা বা প্রাংশা (বামে) ও পাঙ্খিয়াং বা পাংখিয়াং (ডানে) ঝিরি মিলে দুটি জলপ্রপাত তৈরী হয়েছে। দুটি ঝর্ণা একসাথে থাকার কারণের একে ডাবল ফলসও বলা হয়। বম গ্রাম হতে মাত্র ২.৫ কিমি দক্ষিণ-পূর্ব এবং কেওক্রাডং থেকে ১-২ ঘন্টা দূরত্বে ত্লাবং ঝর্ণা অবস্থিত।

সুংসাং পাড়া থেকে লাল মাটির একটা ট্রেইল (পথ) এগিয়েছে থাইক্যাং পাড়ার দিকে। সেই পথ ধরে ঘণ্টাখানেক হাঁটলেই দেখা মিলবে তলাবংয়ের। পথের ডানপাশে কপিতাল পাহাড় অবস্থিত।
ট্রেইল
রুমা – বগালেক – কেওক্রাডং – পাসিং পাড়া – সুংসাং পাড়া – ত্লাবং ঝর্ণা

কিভাবে যাবেন
বান্দরবান থেকে বাস বা চান্দের গাড়িতে করে যেতে হবে রুমা সদর উপজেলা। প্রতি এক ঘণ্টা পরপর একটি করে বাস বান্দরবান থেকে রুমা বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। সেখান থেকে পরবর্তী গন্তব্য বগা লেক। বগা লেক পৌঁছাতে পারেন দুভাবে। ঝিরিপথে হেঁটে বগা পৌঁছাতে সময় লাগে চার পাঁচ ঘণ্টা। আর চান্দের গাড়িযোগে বগা পৌঁছাতে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা।

বগা লেক থেকে বাকীপথ ট্রেক করে এগোতে হবে। ঘণ্টা তিনেক হাঁটলেই দার্জিলিংপাড়া হয়ে পৌঁছে যাবেন বাংলাদেশের পঞ্চম উচ্চতম শৃঙ্গ কেওক্রাডংয়ে। এরপর হেঁটে যেতে হবে বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম পাসিংপাড়া। এরপর যেতে হবে সুংসাংপাড়া। প্রায় এক হাজার ফুট নিচে সুংসাংপাড়া। প্রায় দু’ঘণ্টা হাঁটার পর জোড়া ঝরণায় পৌঁছানো যাবে।

No comments:

Post a Comment