Monday, August 28, 2017

Double Falls (Tlabong) | Jinsiam Saitar | Bandarban | Bangladesh | ডাবল ফলস (ত্লাবং ) | জিংসিয়াম সাইতার | বান্দরবন | বাংলাদেশ

9:45 PM
Tlubong is the starting point of the Remakri canal. The two streams Prangsha (left) and Pangkhiang (right) forms two beautiful waterfalls falling side by side, creating one of the very few double falls in the hill tracts of Bangladesh.

How to go:

The most convinient way is to go from Sungsang para – Tlubong is situated only about 2.5km south-east of this Bawm village. Take a guide or ask for directions from Sungsang.

Sungsang is only 1-2 hours away from Keokradong. Go to Passing para from Keokradong, and ask for directions. There is only one trail leading to Sungsang from Passing and there’s no way you will get lost.

Where to stay:

Lodging facility for tourists/trekkers are available in Boga Lake, Keokradong and Passing para, but at Sungsang you’ll need to stay at tribal houses, which itself will be an interesting experience.

Tips/advise for traveler:

Monsoon is the best time to visit, to see the falls in its full force – but the trail will be infested to leeches and crossing the stream will be hard.






ত্লাবং ঝর্ণা বা ডাবল ফলস বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত জলপ্রপাত যা দ্বৈত ঝর্ণা কিংবা জোড়া বা ক্লিবুং খাম নামেও পরিচিত। পাথুরে খাল রেমাক্রির উৎপত্তি এই ঝরনা থেকেই। ত্লাবং ” একটি বম শব্দ। এর অর্থ “পানি ধরে রাখার বেসিন বা গর্ত” ।
দুটি পানির প্রবাহ প্রানশা বা প্রাংশা (বামে) ও পাঙ্খিয়াং বা পাংখিয়াং (ডানে) ঝিরি মিলে দুটি জলপ্রপাত তৈরী হয়েছে। দুটি ঝর্ণা একসাথে থাকার কারণের একে ডাবল ফলসও বলা হয়। বম গ্রাম হতে মাত্র ২.৫ কিমি দক্ষিণ-পূর্ব এবং কেওক্রাডং থেকে ১-২ ঘন্টা দূরত্বে ত্লাবং ঝর্ণা অবস্থিত।

সুংসাং পাড়া থেকে লাল মাটির একটা ট্রেইল (পথ) এগিয়েছে থাইক্যাং পাড়ার দিকে। সেই পথ ধরে ঘণ্টাখানেক হাঁটলেই দেখা মিলবে তলাবংয়ের। পথের ডানপাশে কপিতাল পাহাড় অবস্থিত।
ট্রেইল
রুমা – বগালেক – কেওক্রাডং – পাসিং পাড়া – সুংসাং পাড়া – ত্লাবং ঝর্ণা

কিভাবে যাবেন
বান্দরবান থেকে বাস বা চান্দের গাড়িতে করে যেতে হবে রুমা সদর উপজেলা। প্রতি এক ঘণ্টা পরপর একটি করে বাস বান্দরবান থেকে রুমা বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। সেখান থেকে পরবর্তী গন্তব্য বগা লেক। বগা লেক পৌঁছাতে পারেন দুভাবে। ঝিরিপথে হেঁটে বগা পৌঁছাতে সময় লাগে চার পাঁচ ঘণ্টা। আর চান্দের গাড়িযোগে বগা পৌঁছাতে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা।

বগা লেক থেকে বাকীপথ ট্রেক করে এগোতে হবে। ঘণ্টা তিনেক হাঁটলেই দার্জিলিংপাড়া হয়ে পৌঁছে যাবেন বাংলাদেশের পঞ্চম উচ্চতম শৃঙ্গ কেওক্রাডংয়ে। এরপর হেঁটে যেতে হবে বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম পাসিংপাড়া। এরপর যেতে হবে সুংসাংপাড়া। প্রায় এক হাজার ফুট নিচে সুংসাংপাড়া। প্রায় দু’ঘণ্টা হাঁটার পর জোড়া ঝরণায় পৌঁছানো যাবে।

Sunday, August 27, 2017

Jadipai one of the widest waterfalls,Ruma,Bandarban,Bangladesh | জাদিপাই ঝর্না,রুমা,বান্দরবন,বাংলাদেশ

4:18 PM

Jadipai Waterfall or Jadipai Jhorna is one of the widest water falls in Bangladesh. Jadipai Waterfall is really wonderful place to travel. During the rainy season the flow of Jadipai fall becomes robust. The water of this fall is so cool and transparent. Though the path of this area is not smooth but when a traveler reaches there he will feel the full tranquility.

Tourists Attraction
The way is thoroughly zigzag and some places slender. At along these lines traveler will pass the "Passing Para" and "Jadi Para". Last 30 minute of this journey is truly risky. After all when the travelers reaches to Jadipai Falls he will overlook all the anguish on the grounds that the natural magnificence of Jadipai waterfall is truly stunning and surprising

Location and Map of Jadipai Waterfall, Bandarban

Jadipai Waterfall is located at Ruma upazilla of Bandarban district in Bangladesh. From Keokradong Summit to Jadipai waterfall a traveler will take about one hour walk.


How to travel to Jadipai Waterfall

Travelers should reach to Bandarban if they are interested to have a tour to Jadipai waterfall. There are many bus services among the districts of Bangladesh to reach Bandarban. Here we are giving some approximate fares information to the travelers to travel from Dhaka to Bandarban.

Travel from Dhaka to Bandarban

Travel from Bandarban to Ruma

The travelers have to make a trip from Bandarban to Ruma upozilla by “Chander Gari” (public jeep) or a private vehicle.

Travel from Ruma to Bogalake

From Ruma Bazar traveler should hire public jeep (Chander Gari) up to Boga lake or 11 mile.Before go to Bogalake traveler have to register their name, contact address and other details in the respective security or Army camp and traveler need a guide to reach Jadipai Jhorna.Traveler should consult with the guide that he wants to go to Jadipai.

Stay at Night in Bogalake

At Bogalake it becomes evening. So traveler need to stay the night at Bogalake area. There are many Tribal villages in the area of Bogalake. Traveler can stay the night and take dinner from here and guide will help the travelers to find a good place.

The Next day the travelers should start their journey very early. They should start the trip at 7.00am. At first traveler have to go Keokradong. On the way of Keokradong traveler will pass a tribal village known as “Darjiling Para” here he can take rest for half an hour. After reaching Keokradong traveler have a long way to go Jadipai. Now traveler should ready to go desired destination. It will take about 2.5 hours to reach Jadipai from Keokradong. At this way traveler will pass the “Passing Para” and “Jadi Para”. Last 30 minute of this journey is really dangerous. But when traveler reaches to Jadipai he will forget all the anguish because the natural beauty of Jadipai waterfall is really amazing and surprising.






জাদিপাই ঝর্না

বান্দরবনের কেওক্রাডংয়ের খুব কাছের জনবসতি পাসিং পাড়াকে বিবেচনা করা হয় দেশের সবচেয়ে উঁচু গ্রাম হিসেবে। কারণ প্রায় ৩২০০ ফুট উচ্চতার কেওক্রাডং এর পরেই প্রায় ৩০৬৫ ফুট উচ্চতায় এই পাসিং পাড়া। আর বাংলাদেশের অন্য কোন পাহাড়েও এত উঁচুতে কোন জনবসতি নেই। প্রায় সারা বছরই মেঘের ভেতরেই থাকে এই পাসিং পাড়ার লোকজন। পাসিং পাড়া থেকে নিচের দিকে নেমে গেলে জাদিপাই পাড়া। এখান হতে ঘন্টা খানেক নিচের দিকে নামলেই পাওয়া যাবে অবর্ননীয় সুন্দর জাদিপাই জলপ্রপাত। এই নামার পথে পথে পাহাড় চুয়ে নামা পানি গড়িয়ে নামতে নামতে পুরো পথের অনেক অংশকেই বিপদজনকভাবে পিচ্ছিল করে রেখেছে। দুর্গম আর চরম ঝুঁকির পথ শেষে এ যেন অন্য এক পৃথিবী। তাড়া খেয়ে দ্রুত পালাচ্ছে এমন গতিতেই উচু পাহাড় থেকে ঝরে পড়ছে বিশালাকার পানির ঢল। এটি আপনার দেখা কোন ঝর্ণার সাথেই তুলনা চলে না এমন একটা ঝর্ণা।

জাদিপাই ঝর্ণার কোথাও কোন কৃত্রিমতা স্পর্শ করেনি। ঝর্ণার শীতল জল যেখানে পড়ছে সেখানে একটা পুকুরের মতো তৈরি হয়েছে। বড় বড় পাথরের ভেতর দিয়ে কল কল করে ফেনা তুলে নাচতে নাচতে ছুটে যাচ্ছে কোন একটা নদীর সাথে মিলবে বলে। খুব সম্ভবত সাঙ্গু নদীর সাথে। উচু হতে জাদিপাই ঝর্নার পানি সবুজের আস্তর কেটে গড়িয়ে পড়ছে নিচের পাথরে। পাথরের আঘাতে কুন্ডলী পাকাচ্ছে জলের আভা। চারিপাশে জলের ধোয়াশা। সূর্যের আলো পড়ে তৈরি হচ্ছে রংধনু। দুর্দান্ত যে দৃশ্য। নিচের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। পুরো ঝর্না দর্শনই একটা বিরাট এডভেঞ্চার। পাহাড়ের কোলে সবুজের আড়ালে আর মেঘের উপরে এমন একটি ঝর্না থাকতে পারে তা নিচের চোখে না দেখলে বিশ্বাস করাই মুশকিল। যারা কেওক্রাডং বেড়াতে যায় তাদের উচিত একবার হলেও জাদিপাই দেখে আসা। এমন বুনো ঝর্না হয়তো আর কোথাও খুজে পাবেন না।

এখানে আসাটা খুব সহজ নয়। খুবই ঝুকিপূর্ণ আর কষ্টকর। তবে পাহাড় আর ঝর্না জয়ের যে আনন্দ তাও অভাবনীয় আর দুপ্রাপ্য। জয়ের এমন এমন আনন্দ হয়তো বহুদিন আপনি পাবেন না। তাই সময় থাকলে পাহাড় জয়ের সাথে জয় করে আসুন জাদিপাই এর মত একটি অদম্য আর বুনো ঝর্না।

Sunday, August 20, 2017

Patenga Sea Beach,Chittagong | Sun Set view | Rainbow Effect | পতেঙ্গা সমুদ্র সৈকতে সূর্যাস্ত, চট্রগ্রাম

1:27 AM

Patenga (Bengali: পতেঙ্গা) is a sea beach located 14 kilometres south of the port city of Chittagong, Bangladesh. It is near the mouth of the Karnaphuli River.

The beach is very close to the Bangladesh Naval Academy of the Bangladesh Navy and Shah Amanat International Airport. Its width is narrow and swimming in the seas is not recommended. Lighting of the area has enhanced the security aspect of visiting at night.

According to the local people, Patenga is the best place for delicious, mouth-watering street food at very low costs. One of the popular dishes of the food stands is the fried, spicy mud crab served with a small plate full of falafel, garnished with cucumber and onion. The beach has a wonderful cool atmosphere even at the evening, and people come to enjoy the soothing breeze. The beach is lined with massive shady palm trees and fishing boats. It also has an array of speed boats for visitors. The beach, however, is quite sandy, with a few rocky patches.

Most visitors come to Patenga Beach as it is known for having some of the most stunning sunsets and sunrises in Bangladesh.
Chittagong city is called port city of Bangladesh. In spite of having it’s economical importance this city adorned with natural beauties also. Patenga Sea beach is on of the best places to enjoy the nature. During high tide it has a different sight than that of low tide. The roar of sea will take away you from the noisy and busy life of city.

Many ship , sea trucks will take anyone’s attention easily. Bolder and stones given extra beatification to this place. A market with local products and souvenirs attracts the local tourists as well as foreign tourists.It is also known for it’s delicious street food at very low cost. Bangladesh naval academy is also a very beautiful place which is situated near the beach. This beach has a wonderful cool atmosphere with soothing breeze at the evening. Shady palm trees and fishing boats lined with beach increased the beauty.
The beach converges both the nature and the port facilities at the same time. It is quite a sandy beach. It is located near the mouth of the Karnaphuli River. So, you can view both types of natural beauty. You can enjoy river cruise on the Karnaphuli River, or a boat trip onto the ocean waves. The beach area is covered by some square shaped concretes that also makes this beach unique and nice sight seeing from other sea beaches. You may make your kitty marketing from the beach side market also. Can buy lots of interesting Burmese things, jewellery items etc. Water drives are also present for you to enjoy. .




পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশ নৌ বাহিনীর ঘাঁটি বিএনএস ঈসা খান পতেঙ্গার সন্নিকটে অবস্থিত। এছাড়া চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এইখানে অবস্থিত। এছাড়া জনপ্রিয় পতেঙ্গা সমুদ্র সৈকত ও বাংলাদেশ নেভাল একাডেমি এইখানে অবস্থিত।
ট্টগ্রাম শহরে ঘুরতে গিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত না দেখলে পুরো ভ্রমনটাই বৃথা। ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। এ নদীর মোহনায় বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর ‘চট্টগ্রাম বন্দর’। ঊৎস হতে এ নদীর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার হলেও কাপ্তাই বাঁধ থেকে মোহনা পর্যন্ত সাড়ে ৮৮ কিলোমিটার।

একটা সময় এই সমুদ্র সৈকতে যাবার রাস্তাটি খুব উন্নত ছিল না। কিন্তু ধীরে ধীরে এখানে ভ্রমণপিপাসুদের আনা-গোনা বেড়ে যাওয়াতে কর্তৃপক্ষ রাস্তাটিকে সংস্কার করে ঝকঝকে করে তুলেছে। এছাড়া জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সমুদ্র সৈকতের সাথেই ঝাউবনের ছায়াতলে গড়ে উঠেছে খাবারের দোকানসহ অনেক দোকান-পাটও রয়েছে।

এছাড়া রয়েছে সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য স্পীড-বোট, সমুদ্র তীরেই ঘুড়ে বেরানোর জন্য সী-বাইক এবং ঘোড়া পাওয়া যায়। এজন্য অবশ্য আপনাকে নির্দিষ্ট ভাড়া গুণতে হবে ঘণ্টাপ্রতি হিসেবে। ঝাউবন ঘেঁষে উত্তর দিক বরাবর হেঁটে গেলে দেখতে পাবেন বঙ্গোপসাগর ও কর্ণফুলি নদীর মোহনা।

ছোট্ট করে জেনে নিন কর্ণফুলীর নাম করণের কাহিনী। প্রচলিত আছে তা হল : আরাকানের এক রাজকন্যা চট্টগ্রামের এক আদিবাসী রাজপুত্রের প্রেমে পড়েন। এক জোছনা রাতে তারা দু’জন নৌ-ভ্রমণে বেড় হন। নদীর পানিতে চাঁদের প্রতিফলন দেখার সময় রাজকন্যার কানের ফুল পানিতে পড়ে যায়। ফুলটি হারিয়ে কাতর রাজকন্যা এটি উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়েন। প্রবল স্রোতে রাজকন্যা ভেসে যান। তার আর খোঁজ পাওয়া যায়নি। রাজপুত্র রাজকন্যাকে বাঁচাতে পানিতে লাফ দেন। কিন্তু ব্যর্থ হন। রাজকন্যার শোকে রাজপুত্র পানিতে ডুবে আত্মাহুতি দেন। এ করুণ কাহিনী থেকে নদীটির নাম  নামকরণ হয় কর্ণফুলী।
যেভাবে যাবেন:-
ঢাকা থেকে চট্টগ্রাম (ভাড়া ৪৮০ টাকা, যেকোন ননএসি বাস)। বাস থেকে নামবেন একেখান। সেখান থেকে ১১ নাম্বার লেগুনায় উঠে ফ্রিপোর্ট / ইপিজেড, ভাড়া নিবে ১২ টাকা। ফ্রিপোর্ট থেকে আবার লেগুনাতে করে এয়ারপোর্ট, ভাড়া ১০ টাকা। লেগুনা আপনাকে যেখানে নামিয়ে দেবে ওটাই নেভাল বীচ।

Saturday, August 19, 2017

Arial Beel - the abundance of nature, Munshiganj,Bangladesh | আড়িয়াল বিল,মুন্সিগঞ্জ | বাংলাদেশ

3:54 PM

Arial Beel (Wetland) - a large water body of 136 square kilometers, situated south of Dhaka in between Padma and Dhaleshwari river. The beel's features change from season to season. Specially, during the winter time, it's diversity reaches a unique level.
A few days back, I have been there. On my way, I stopped at a local wholesale bazaar, called Shonabari in Srinagar upazila. This is a market that wraps up by 6 AM. All the fresh local fishes in the markets are sold in time. Dear readers, these fishes are local and grown in the hands of nature; not a single one is farmed, so you can guess the look, purity and taste of these fishes.       
It was almost 7 AM, but heavy fog was all around and I could barely see anything. Arial beel is a huge wetland. Tens of thousands of people live on this beel's natural resources. After the monsoon is over, the region is filled with diverse fruits and crops. Famers don't use any fertilizer here because the soil is very fertile.         
Md. Rafique, a famous farmer of the beel, was waiting for my arrival.  Finally, I reached the Arial beel. It was very interesting conversation with the prolific farmer.
“What's the area of this small water body?”
“Six acres.”
“How many small water bodies are here in the Arial beel?”
“Numerous. There are even large water bodies which have 200 acre area.”

Nothing has changed in the Arial beel. It's been the same for the last century with its unique diversity - it has been contributing endlessly, changing the fate of millions. Arial beel is the true representation of Bangladesh where we see enrichment of fish in the water body and guarantee of crops as soon as you sow seeds.
The entire Arial beel region is filled with thick silts. Though two big rivers flow right near the beel, the rainy season's water stays on to create seasonal floods. Since the two rivers have full water flow during the monsoon, the Arial beel gets waterlogged - the water can't drain out. The difference between Chalan and Arial beel is during dry season, most lands in Chalan beel remain dry, and the lands in Arial beel remain wet all the time.
The bigger ponds of the Arial beel are known as 'denga' which are literally gold mines of local fish. Fishes live here as these are their very own home. There are many stories about the thousands of dengas in the Arial beel.
10 AM in the morning- the fog was too much.




হাইওয়ের দু'পাশে বিস্তির্ণ সবুজ মাঠ। ঘণ্টাখানেক চোখ মেলে দেখতে দেখতে পৌঁছে গেলাম মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার। বাস থেকে নেমেই চোখে পড়ল অসাধারণ সৌন্দর্য। সব দো-চালা-চৌচালা টিনের বাড়ি। বর্ষায় প্রতিটি বাড়ির ঘাটেই বেঁধে রাখা চার-পাঁচটা নৌকা। যা বাড়ির সৌন্দর্য্য বাড়িয়েছে আরও। বাজারের কালভার্টের নিচ দিয়ে বিলের দিকে ছুটছে খালের পানি। সেদিকে তাকিয়ে মনটা বেশ ভরে উঠল।

ভেজবাজারে আগে থেকেই ট্রলার ঠিক করে রেখেছিল ও। উঠে পড়তেই ট্রলার ছেড়ে দিল মাঝি। ধীরে ধীরে ঢেউহীন এক পানির রাজ্যে প্রবেশ করতে লাগলাম। এগোতেই দেখি, টলটলে জল-জঙ্গলে মাথাচাড়া দিয়েছে শাপলা ফুল। আকাশজুড়ে সাদা মেঘের সঙ্গে সমান্তরালে উড়ছে অসংখ্য সাদা বক।

মূল আড়িয়াল বিলে ঢোকার আগে পানি বেশ ঘোলা। অল্প এগোতেই বদলে যেতে থাকে দৃশ্য। সবুজে সমারোহে বুদ হয়ে পড়ছে জোড়া জোড়া চোখ। নীলচে পানিতে স্পষ্ট হওয়া সাদা মেঘের প্রতিবিম্ব দেখে যে কেউ মায়াবী জগতের ভাবনায় ডুবে যেতে পারবে। বাঁক পেরোতেই চোখে পড়ে অদ্ভুত এক দৃশ্য! অগণিত কচুরিপানাকে একত্র করে তৈরি হওয়া নৌকা টানছেন এক লোক।

হঠাৎ করেই বৃষ্টি এসে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় ঢুকে পড়ি কচুরিপানার জঙ্গলে। বিস্ময়ে বাকরুদ্ধ আমরা। 'কচুরিপানারও নৌকা হয়?'

আরেকটা বাঁক নিতেই শাপলা ফুলের অরণ্যে গিয়ে পড়ি। হিজল গাছের আঁকাবাঁকা প্রতিবিম্বর সঙ্গে মন গ্রাস করছে ভুবনচিলের পাখা গুটিয়ে বসে থাকা। এলোমেলো জলপথ পাড়ি দিতেই সামনে পড়ল টলটলে পানি।শীতল জলে যেন স্বর্গীয় স্বস্তি! উফ! নতুন জল, নতুন আবহাওয়া। ঠান্ডা লাগলে বিপদ হতে পারে! সবাই মিলে কিছুক্ষণ হুটোপুটি করে দ্রুতই উঠে পড়লাম।


ভ্রমণের আগে সতর্কতা

লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠবেন। পাখিদের ঢিল মারবেন না। পানিতে প্লাস্টিক জাতীয় পদার্থ ফেলবেন না।

 যেখানে খাবার পাবেন

খেতে চাইলে মাওয়া ঘাটেই খেতে পারেন। কাছে পিঠে কারও বাসা ছাড়া ভালো খাবার পাবেন না। সেজন্যে সঙ্গে করে খাবার নিয়ে যেতে পারেন। তবে হাঁসাড়া বাজার দিয়ে গেলে সকালের নাস্তাটা সেরে নিতে পারবেন। পরোটা-ভাজির নাস্তা বেশ সুস্বাদুও। সঙ্গে রসগোল্লার স্বাদ জিহ্বাতে লেগে থাকবে নিঃসন্দেহে।

কীভাবে যাবেন

ঢাকা থেকে আড়িয়াল বিলে এক দিনেই ঘুরে আসা যায়। ঢাকার গুলিস্তান থেকে 'ইলিশ' গাড়িতে করে মাওয়া ফেরিঘাটের দিকে রওনা দেবেন। মাঝপথে শ্রীনগরের ভেজবাজারে নেমে পড়বেন। সেখান থেকে ভালো একটা ট্রলার ভাড়া নিয়ে বিল ঘোরা যায়। গুলিস্তান থেকে বাসে ভাড়া পড়বে ৫০ থেকে ৭০ টাকা। এ পথের ভালো বাস ‘ইলিশ’ পরিবহন ও বিআরটিসি। আড়িয়াল বিলে বেড়িয়ে আবার গাদিঘাটে এসে ফেরার রিকশা পাবেন। তিন-চার ঘণ্টার জন্য ট্রলার ভাড়া নেবে পাঁচ থেকে সাতশ' টাকা। আর সারাদিনের জন্য পনেরোশ' টাকা।

Tuesday, August 8, 2017

Walk in Nikli Haor sink road | Astagram, kishorgonj | নয়নাভিরাম নিকলী হাওড় অঞ্চল,অষ্টগ্রাম কিশোরগঞ্জ

1:26 AM
Nikli Haor

It has been a long time since I made the last tour. After keeping the busyness aside, I have planned for another tour, and this time it was at the Ostogram of Kishoreganj district.It was the later part of the rainy season, so decided to explore the Haor(হাওড়) from the Ostogram(অষ্টগ্র্রাম). For your information, six of the Upazela(উপজেলা) of Kishoreganj(কিশোরগঞ্জ) hold a massive Haor(হাওড়) all together. During the rainy season you can easily move from one Haor(হাওড়) to another without interruption.
It was a massive water world around us since the boat has departed from the launch Ghat. It was only water all around, and few island like villages amid of the water. Initially there were few fishing boats were available around, but slowly their count was diminishing.I am a traveler and I always find out every bit of my traveling interesting.

After reaching at the Astagram(অষ্টগ্র্রাম), we have visited the Kutub Shah Mosque(কুতুব শাহ মসজিদ) from there and bought few snacks to enjoy on the boat. We have stayed at the Astagram(অষ্টগ্র্রাম) for an hour or more and then returned back to Kuliarchor(কুলিয়ারচর) using the same path. Anyone can take the service from those small ships as well.

What is Haor(হাওর):
Local people pronounces the word Ha(হ) as Sa(স). Along with other native language cataclysm they use to pronounce the word Shagor(সাগর) as Haor(হাওর).



মাটির উপরে জলের বসতি, জলের উপর ঢেউ...
ঢেউয়ের সাথে পবনের পিরিতি, নগরে জানেনা কেউ...
নিকলী হাওড়, কিশোরগঞ্জ"

ব্যস্ত ঢাকা শহর থেকে মাত্র তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত অপূর্ব এক জলাভুমি। বর্ষাকাল এখানে বেড়াতে আসার উপযুক্ত সময়। এখানে এসে আপনি শহরের যান্ত্রিক জীবনের সকল ক্লান্তি ও অবসাদকে ধুয়ে ফেলতে পারবেন। হ্যা, আমি কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল নিকলীর কথা বলছি। ভ্রমন পিয়াসু মানুষের জন্য নিকলী হতে পারে এক অভুতপূর্ব অভিজ্ঞতা! ঢাকা থেকে সকালে রওয়ানা হলে সারাদিন ঘুরে আবার বিকালে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করা সম্ভব। তবে রাতে থেকে রাত এবং সকালের সৌন্দর্য উপভোগ করতে না পারলে মন কিছুটা অতৃপ্তই থেকে যাবে!

বর্ষায় এই হাওরে নৌকা ভাসালে মনে হবে অকূল দরিয়া পার হতে হচ্ছে। কূল নাই কিনার নাই, শুধু অশান্ত ঊর্মিমালা ওঠানামা করছে বিরামহীনভাবে।
ঢেউয়ের ছন্দদোলায় মনে হবে রক্তলাল সূর্য একবার পানির নিচে ডুবছে, আবার ভেসে উঠছে। ভোরের আলোয় ছোট ছোট নৌকা নিয়ে হাওরের মাছ ধরছে জেলেরা, আর সেই দৃশ্য দেখে কার না ভাল লাগবে? সে এক অদ্ভুত দৃশ্য! চারদিকে শুধু পানি আর পানি, মাঝে মাঝে পানির ওপর ভাসমান গ্রাম যা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে!

কিভাবে যাবেনঃ
ঢাকার সায়েদাবাদ থেকে নিকলীর সরাসরি বাস আছে। আবার সায়েদাবাদ থেকে কিশোরগঞ্জের বাসে গিয়ে কালিয়াচাপরা সুগার মিল এলাকা থেকে টেম্পুতে/সিএনজিতে নিকলী হাওরের সামনেই নামা যাবে। সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা।