Monday, May 29, 2017

Tinap Saitar Waterfall | Paindu Saitar | Bandarban | তিনাপ সাইতার ঝর্না | পাইন্দু সাইতার | বান্দারবন

Tinap Saitar Waterfall is located in Paindu in Bandarban district. The local name of this waterfall is Paindu Saitar. This waterfall is one of the largest waterfall in Bangladesh and also located in the most remote zone. Now a days the waterfall is being popular as Niagara Falls of Bangladesh to the Bangladeshi travelers.
How to go: There are couple of routes you can go to visit Tinap Saitar.
Route : The route is the toughest route. Bandarban to Roangchari to Ronin para. After reaching Bandarban you have to go to Roangchari. From there you have to go by feet to Ronin para. You have to walk about 20 kilo meter from Roangchari to Ronin para. After spending the night in Ronin para, you have to start trekking for Tinap Saitar in the morning. The trekking route is kind of difficult here. The distance is about 13 Kilo meter from Ronin para to Tinap Saitar.
Where to stay: There is no such hotel to stay when you will visit Tinap Saitar. The waterfall is located in the remote place. So, it would be better idea to visit there with traveling group so that there will be some arrangements.

Important: Sometimes Bangladesh Army does not allow to go visit Tinap Saitar/Paindu Saitar. It is really not safe to go through that route without taking necessary permission.





তিনাপ সাইতারের যাত্রাপথটা এভাবে ভাগ করা যায় : ঢাকা-বান্দরবান-রোয়াংছড়ি-রনিনপাড়া-তিনাপ সাইতার। ঢাকার কল্যাণপুর, সায়েদাবাদ বা ফকিরাপুলের যেকোনো বাস কাউন্টার থেকে বান্দরবানগামী বাসে চড়তে হবে। শ্যামলী, হানিফ, ইউনিকসহ বেশ কিছু বাস আছে। নন-এসি ভাড়া পড়বে ৬২০ টাকা আর এসি হাজারের মতো।

বাস যেখানে থামবে সেখান থেকে রোয়াংছড়ি যাওয়ার বাসস্ট্যান্ডে যেতে টমটম ভাড়া ১০ টাকা। রোয়াংছড়ির বাস এক ঘণ্টা পরপর ছাড়ে, কাজেই বান্দরবানে নেমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার সুযোগ পাবেন। এরপর জনপ্রতি ৬০ টাকা ভাড়া দিয়ে চলে যান রোয়াংছড়িতে।
রনিনপাড়ার রাস্তায়
রনিনপাড়ায় পৌঁছানোর দুটি পদ্ধতি আছে। চাঁদের গাড়িতে যেতে পারেন অথবা হেঁটেও যাওয়া যায়। চাঁদের গাড়ি রিজার্ভ নিলে খরচ পড়বে ৫৫০০ টাকার মতো। দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে আপনাকে খাড়া এক পাহাড়ে কাছে নামিয়ে দেবে।
রনিনপাড়ার কিছুটা আগে একদম খাড়া একটা রাস্তা বেয়ে নামতে হবে, বৃষ্টি হলে এই রাস্তাটি বেশ বিপজ্জনক। রোয়াংছড়ি থেকে রনিনপাড়ার যাওয়ার রাস্তার মাঝপথে পাইখ্যংপাড়া পড়বে। খুব ক্লান্ত হয়ে পড়লে এখানে কিছুক্ষণ বসতে পারেন।

তিনাপের পথে
তিনাপ সাইতারে যেতে হলে চেষ্টা করবেন যতটা সকাল সকাল সম্ভব যাত্রা শুরু করার। তিনাপ সাইতার রনিনপাড়া থেকে ১৩ কিলোমিটার দূরত্ব অবস্থিত। যেতে কমবেশি চার ঘণ্টা সময় লাগবে। রনিনপাড়া থেকে ঘণ্টা দেড়েক হাঁটলে পৌঁছাবেন দেবাছড়াপাড়ায়। চাইলে সঙ্গে নুডলস বা স্যুপজাতীয় কিছু নিয়ে এসে এখানে রান্না করতে পারেন।

No comments:

Post a Comment